ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে স্বর্ণেরবার-টাকাসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বেনাপোলে স্বর্ণেরবার-টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত পথে ভারতে পাচারের সময় এক কেজি ১৫০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার ও দেড় লাখ টাকাসহ রনি হোসেন (২০) নামে একজন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিম পাড়া মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।  

আটক রনি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আকরাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্ঠা করছে। পরে অভিযান চালিয়ে তাকে (রনি) আটক করা হয়। এসময় রনির শরীরে তল্লাশি চালিয়ে এক কেজি ১৫০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার ও দেড় লাখ টাকা পাওয়া যায়।

বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বাংলানিউজকে বলেন, ওই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।