ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহনে লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
লালমোহনে লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির উদ্বোধন

ভোলা: ভোলার লালমোহনে লার্নিং অ্যান্ড আর্নিং-এর আউটসোর্সিং ফ্রি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
 
নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণে অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পৌর কাউন্সিলর মো. জুলফিকার মিয়া প্রমুখ।  

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর হাতে ৪০টি স্মার্টফোন তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসম্বের ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।