ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ৫ জয়িতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
হোসেনপুরে ৫ জয়িতাকে সম্মাননা হোসেনপুরে ৫ জয়িতাকে সম্মাননা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ঝরনা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য কামরুন্নাহার, সফল মা হিসেবে নুরুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য সুকেনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হাজেরা খাতুনকে সম্মাননা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।