ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশাল নগরের কাশিপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

স্বপন জেলার আগৈলঝাড়া উপজেলার নূর মোহাম্মদ শাহের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কাশিপুর বাজার সংলগ্ন এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বশির বাংলানিউজকে জানান, নির্মাণশ্রমিক স্বপন লোহার রড নিয়ে কাজ করছিলেন। কাজের এক পর‌্যায়ে তার হাতে থেকে রডটি ভবনের পাশে বৈদ্যুতিক তারের উপরে পরে যায়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান।

দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলা‌দেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।