ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার দুদক কার্যালয় (ফাইল ফটো)

ঢাকা: সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) সকালে রাজধানীর সিভিল অ্যাভিয়েশন কার্যালয়ের সামনে থেকে পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে দুদকের একটি দল তাকে গ্রেফতার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে জানান, প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

গত মে মাসে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

প্রণব আরও জানান, আছির উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অর্থে উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।