ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
মাধবপুরে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান আহত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ছাতিয়াইন গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ছাতিয়াইন গ্রামের চান মিয়া (২৮), নাছিরনগর উপজেলার উরিয়ান গ্রামের প্রসনজিত সরকার (৩৫) ও শ্যামপুর গ্রামের সুমন সরকার (৩০)।

এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুপুরে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম ও হবিগঞ্জের পুলিশ সুপার বিধান কুমার ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে রতনপুরের বাসায় যাচ্ছিলেন এসআই জিয়াউর। পথে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।