ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন কুজেন্দ্র লাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন কুজেন্দ্র লাল কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন কর্মকর্তারা

খাগড়াছড়ি: ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স-এর চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর)  বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত টাস্কফোর্সের অফিসে তিনি যোগদান করেন। এসময় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

 

এর আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১) রীতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়।  
 
উল্লেখ্য, কুজেন্দ্র লাল ত্রিপুরা দশম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত হন। বিগত ২০০৯ সালে যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এ টাস্কফোর্স’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।  
 
দশম জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে দ্বিতীয় দফায় টাস্কফোর্স’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।