ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মনিরুজ্জামান (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ।

দণ্ডাদেশপ্রাপ্ত মনিরুজ্জামান উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম গ্রামের শাহীন মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম আনোয়ার বাংলানিউজকে জানান, মনিরুজ্জামান বেশ কিছুদিন ধরে তার প্রতিবেশী এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী থানায় ফোন করে বিষয়টি জানালে স্কুলে আসা যাওয়ার পথে পুলিশ টহল দিতে থাকে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে মনিরুজ্জামানকে হাতে নাতে আটক করে পুলিশ।

আটক মনিরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করলে আদালতের বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, দণ্ডাদেশপ্রাপ্ত মনিরুজ্জামানকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। এখন থেকে ছাত্রীদের উত্ত্যক্ত বন্ধে স্কুলে যাওয়া আসার পথে পুলিশি টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।