ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার সেমিনারে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: আগামী সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন তাদের ভোটাধিক‍ার প্রয়োগের সুযোগ পান সেজন্য সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিক বসবাস করেন না।

যেসব দেশে বাংলাদেশের নাগরিক আছেন তারা যেন আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান সেজন্য সরকার উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সৌদি আরবসহ যেসব দেশে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন সেখানে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দিতে দুই বছরের প্রণোদনা সুবিধা দেওয়া হবে। যদিও বর্তমানে এডহক ভিত্তিতে এ সুবিধা চলছে। তবে প্রবাসীদের বিনিয়োগের সুবিধার্থে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছে। আশা করি প্রবাসীরা বিনিয়োগের ক্ষেত্রে প্রণোদনা সুবিধা পেলে বেশি বেশি বিনিয়োগে আগ্রহী হবেন।  
 
ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে বাংলাদেশের নাগরিকরা সম্মানের সঙ্গে কাজ করছেন। ভারতের প্রায় ৮০ শতাংশ প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের সুবিধা লাঘবে ইউএনডিপি সবসময় ছিলো, আগামীতেও থাকবে।

প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশের যে প্রবাসী নীতি আছে তার কিছুটা পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কেননা প্রবাসীদের এখনো দেশে অর্থ পাঠাতে বিড়ম্বনায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ডা. মমিতা হালদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭/আপডেট: ১৩৪৬ ঘণ্টা
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।