ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বদরগঞ্জে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ জামিরুল ইসলাম (৪০) ও নূর মোহাম্মদ (২৮) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ডিসেম্বর) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

জামিরুল সোনারপাড়া গ্রামের মমদেল হোসেন ছেলে ও নূর একই গ্রামের আ. সালামের ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিক্তিতে কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।