ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে মাদকসেবী ও জুয়াড়ির জরিমানা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বদরগঞ্জে মাদকসেবী ও জুয়াড়ির জরিমানা

রংপুর: রংপুরের বদরগঞ্জে এক মাদকসেবী ও তিন জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের শাহাপুর মহল্লার একরামুল হকের ছেলে মাদকসেবী কাজিনুর আলম (৩৫) ও উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর-বাওচন্ডি বালাপাড়া থেকে জুয়া খেলার অপরাধে ইলিয়াস আলির ছেলে মোহাসেপ হোসেন (৩০), একই এলাকার ফজলুল হকের ছেলে আ. রাজ্জাক (৩০) ও এলাহি বক্সের ছেলে আশরাফ আলী (৪০)।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক এ জরিমানা করেন।

ইউএনও রাশেদুল হক বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী কাজিনুরকে তিন হাজার ও জুয়াড়ি মোহাসেপ, আ. বাজ্জাক ও আশরাফ আলীকে দেড় হাজার টাকা করে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।