ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
গাজীপুরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় বিল্লাল হোসেন (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বিল্লাল চট্টগ্রামের মিরসরাই থানার ইছাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইনবোর্ড এলাকায় সালাম মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন বিল্লাল।

সকালে তিনি কারখানায় না যাওয়ায় কারখানার এক শ্রমিক বিল্লালকে খুঁজতে আসেন। এসময় তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাকে ডাকাডাকি করা হয়। এক পর্যায়ে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিল্লালের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, দুপুরে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭    
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।