ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে এক ফার্মাসিটিক্যালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ফেনীতে এক ফার্মাসিটিক্যালকে জরিমানা

ফেনী: ফেনীর কাজিরবাগের শ্রীপুরে অবস্থিত একটি ফার্মাসিটিক্যালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে সাদেক ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

জানা যায়, অভিযানের সময় সাদেক ফার্মাসিটিক্যাল কারখানার জেনারেটর নষ্ট ছিলো, কারখানার ভেতর রান্নাঘর ও অপরিষ্কার পরিবেশে ওষুধ প্রস্তুতিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ম্যানেজার মো. শাহজাহানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- ড্রাগ সুপার সালমা সিদ্দিকা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।