ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নাঙ্গলকোটে খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার নাঙ্গলকোট

কুমিল্লা: নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় খাল থেকে মো. মাবরুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নে চানগড়া গ্রামের
একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মাবরুল উপজেলার জোড্ডা ইউনিয়নের হানগড়া গ্রামের মৌলভীবাড়ির মৃত
আব্দুল মান্নানের ছেলে।

নিহতের ভাই জোবায়ের জানান, মাবরুল বাবুর্চির কাজ করতেন। মঙ্গলবার (১২
ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজির পর বুধবার রাতে তার মরদেহ পাওয়া গেলো।

নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।