ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শুধু কালো দিবসেই ঝকঝকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
শুধু কালো দিবসেই ঝকঝকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-ছবি-বাংলানিউজ

ঢাকা: সারাবছর পড়ে থাকে অযত্ন–অবহেলায়। চলে সাধারণ মানুষের আনাগোণা। শুধু বুদ্ধিজীবী দিবস উপলক্ষেই ধুয়েমুছে ঝকঝকে করা হয় রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের সামনের সড়কের অবস্থাও বেহাল। এখান দিয়ে চলাচল করা দায়।

ভাঙা সড়ক দিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত গভীররাতে গিয়ে দেখা গেছে, অন্য দিনে অযত্নে থাকলেও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়েছে স্মৃতিসৌধ চত্ত্বর।  

গভীররাতে গিয়ে দেখা গেছে, চারিদিকে পুলিশি পাহারা।

মূল ফটকে নিরাপত্তা বেষ্টনী। জাতীয় সূর্য সন্তানদের স্মরণ করতে মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের মাঝখানে জাতীয় পতাকা। এর সামনেই সবুজ ঘাসের উপরে বীর সন্তানদের ছবি।  

স্মৃতিসৌধের মূল বেদীর সামনে ফাঁসির মঞ্চ। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যেসব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের ছবিও সেখানে টানানো হয়েছে।

 বীর সন্তানদের ছবি রাখা হয়েছে-ছবি-বাংলানিউজশ্রদ্ধা জানাতে আসা কয়েকজন বলেন, শুধু বুদ্ধিজীবী দিবসে নয় অন্য সময়ও স্মৃতিসৌধ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা দরকার। এতে ১২ মাসই আমরা শহীদ সন্তানদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারবো।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ফলে দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন, স্মৃতিবাহী দিন। মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নে ১৪ ডিসেম্বর জাতির সেরা সন্তানদের একসঙ্গে ধরে নিয়ে রায়েরবাজারে নির্মমভাবে হত্যা করা হয়। পাকিস্তানি দোসরদের হাতে সেদিন হাসিমুখে প্রাণ দিয়েছিলেন দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক আনোয়ার পাশা, সাংবাদিক সেলিনা পারভীনের মতো আরও অনেকে। সেখানকার সেই ইটভাটার ওপরই নির্মিত হয়েছে আজকের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।  

১৯৯৩ সালে বাংলাদেশ সরকার স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আহ্বান করে। ২২টি নকশার মধ্যে স্থপতি ফরিদ উদ্দীন আহমেদ ও স্থপতি জামি-আল-সাফী প্রণীত নকশাটি মনোনীত হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বধ্যভূমি স্মৃতিসৌধের উদ্বোধন করে শ্রদ্ধা নিবেদন করেন।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমআইএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।