ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইনসহ যুবলীগ কর্মী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ঈশ্বরদীতে হেরোইনসহ যুবলীগ কর্মী আটক

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে দুই গ্রাম হেরোইনসহ রবিউল ইসলাম রবি (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১২টায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মণ্ডলপাড়া থেকে তাকে আটক করা হয়।  

রবি ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের মৃত নবাব আলী লবার ছেলে।

তিনি ঈশ্বরদী পৌর যুবলীগ ৩নং ওয়ার্ড কমিটির সদস্য।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় দুই গ্রাম হেরোইনসহ রবিকে আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে সকালে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।