ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

শফিকুল কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

তিনি পরিবার নিয়ে টঙ্গীর চেরাগআলী এলাকায় থাকতেন।  

নিহত শফিকুলের ছেলে শুভ জানান, তার এক চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাতে সপরিবারে টঙ্গী থেকে বাসে উঠে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে নেমে এক পাশে দাঁড়াই। এ সময় দু’টি যাত্রীবাহী বাস প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তার বাবা শফিকুল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় শুভ ডান পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন বলেও জানান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।