ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
গজারিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার তেতুইতলা গ্রামের পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

সাইফুল ওই গ্রামের আক্কাস আলীর ছেলে।

 

তার পারিবারিক সূত্র জানায়, সোমবার(১৮ ডিসেম্বর) দুপুরে সাইফুল তার অসুস্থ বাবাকে ডাক্তারের কাছে নিতে গাড়ি ভাড়া করার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা ফোন করলে কিছুক্ষণ পর আসছি বলে জানান তিনি। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে তার মরদেহ পাওয়া গেলো।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রাণ বন্ধু বাংলানিউজকে জানান, সাইফুলের বাড়ির কাছে জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

কীভাবে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।