ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৫ দিনব্যাপী বিজয় উৎসব ও পৌষ মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বগুড়ায় ৫ দিনব্যাপী বিজয় উৎসব ও পৌষ মেলা শুরু বিজয় উৎসব ও পৌষ মেলার উদ্বোধন-ছবি: কাওছার উল্লাহ আরিফ 

বগুড়া: বগুড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব ও পৌষ মেলা। মেলার আয়োজন করেছে বাংলার মুখ জেলা শাখা।
 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে মেলার উদ্বোধন করেন বাংলার মুখের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত এডিশনাল ডিআইজি) মো. আসাদুজ্জামান।


 
বাংলার মুখ জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক মাফুজুল ইসলাম রাজ, প্রাণ আরএফএল এর বিভাগীয় মার্কেটিং অফিসার আনসারুল হক সোহাগ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান আরিফ।
 
মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলার মুখ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে মাহবুবর রহমান মানিক, হাকিম এম এ মজিদ মিয়া, মিজানুর রহমান মিন্টু, ফরিদুল ইসলাম মুক্তা, আবু জাফর, উত্তম কুমার রায়, মাহফুজুর রহমান জনি, মাহমুদুল হাসান রকি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মেলায় সব মিলিয়ে ৪০টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ শিশু কিশোর ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমবিএইচ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।