ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চোখ মেলে দেখতে চায় শিশু সাব্বির 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
চোখ মেলে দেখতে চায় শিশু সাব্বির 

শাবিপ্রবি: দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে ছোট্ট শিশু সাব্বির হাসান (২)। ক্যান্সারে সাব্বিরের ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাম চোখও নষ্ট হওয়ার পথে। 

ক্যান্সারে আক্রান্ত শিশুটির জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির বাবা পহিরুল ইসলাম। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একজন কর্মচারী।

 

পহিরুল জানান, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা সাব্বিরকে জরুরি ভিত্তিতে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেজন্য কমপক্ষে ২০ লাখ টাকা প্রয়োজন, যা তার স্বল্প আয়ে বহন করা সম্ভব নয়।

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বাঁচার জন্য প্রাণপণ লড়াই করছে ছোট্ট শিশুটি। তাই ছেলের জীবন রক্ষায় ও সুচিকিৎসায় সমাজের বিত্তবান ও বিবেকবান মানুষের কাছে আহ্বান জানিয়েছেন পহিরুল।  

সাব্বিরকে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা-হিসাব নম্বর ৩৪০৫৮৭৩৫, সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখা, সিলেট।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।