ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৮ লিটার তেল দিয়ে ১১ লিটারের দাম, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
৮ লিটার তেল দিয়ে ১১ লিটারের দাম, জরিমানা এক ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আট লিটার জ্বালানি তেল দিয়ে ১১ লিটার তেলের দাম নেওয়ায় এক ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করে এর ২৫ শতাংশ আদায় করা হয়।

জানা গেছে, ইমতিয়াজ আহমেদ সবুজ নামে এক ব্যক্তি বারখাদা ত্রিমোহনী এলাকার মেসার্স জান মোহাম্মদ ফিলিং স্টেশন থেকে তার  মোটরসাইকেলের ট্যাংক ভরে তেল নেন।

তার মোটরসাইকেলের তেল ধারণ ক্ষমতা আট লিটার। কিন্তু ফিলিং স্টেশন তার কাছ থেকে ১১.৩ লিটারের দাম নিয়ে ভাউচার দেয়। পরে ভাউচারসহ তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বাংলানিউজকে জানান, ভোক্তাকে ওজনে কম দিয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। এ প্রতারণার অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।  

তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ (১২ হাজার) টাকা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।