ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আশু‌লিয়ায় পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

আশু‌লিয়া, সাভার: আশু‌লিয়ার পাড়াগ্রা‌মে অ‌ভিযান চা‌লি‌য়ে বি‌দেশি পিস্তলসহ খোকন না‌মে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে ঢাকা জেলা গো‌য়েন্দা পু‌লিশ (উত্তর)। এসময় তার কাছ থে‌কে চার রাউন্ড গু‌লি জব্দ করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভো‌রে আশু‌লিয়ার পাড়াগ্রাম থে‌কে তা‌কে আটক করা হয়। তিনি স্থানীয় কেরামত হো‌সে‌নের ছে‌লে।


 
ঢাকা জেলা গো‌য়েন্দা পু‌লিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফএম সা‌য়েদ বাংলানিউজকে জানান, ভো‌রে পাড়াগ্রামে মাদক বেচা‌কেনা হ‌চ্ছে, এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে সেখানে অ‌ভিযান চালায় ডি‌বি পুলিশ। এসময় ঘটনাস্থল থে‌কে খোকন না‌মে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ক‌রে এক‌টি বি‌দেশি পিস্তল, চার রাউন্ড গু‌লি পাওয়া যায়।

তার বিরু‌দ্ধে বি‌ভিন্ন থানায় একা‌ধিক মাদক ও অস্ত্র মামলা র‌য়ে‌ছে। তা‌কে নি‌য়ে আরও অ‌ভিযান চালা‌নো হ‌বে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।