ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে কবরস্থানের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
সিলেটে কবরস্থানের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

সিলেট: সিলেটের কানাইঘাটে রুবেল আহমদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সীমান্তবর্তী এ উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের বড়বন্দ করুণাদিঘী কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত রুবেল ইউনিয়নের সনাতনী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মতিনের ছেলে।

 

স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ কবরস্থানের পাশে ফেলে রেখে যায়।  

সিলেটের কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব মণ্ডল বাংলানিউজকে বলেন, রুবেল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা মোটরসাইকেল ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। মরদেহের বুকে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।  

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।