ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে মদ ও চুনাপাথর জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
তাহিরপুরে মদ ও চুনাপাথর জব্দ সুনামগঞ্জে জব্দকৃত মদ ও চুনাপাথর

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিপুর উপজেলার বিরেন্দ্রনগর ও চারাগাঁও সীমান্তে পৃথক অভিযানে মদ ও চুনাপাথর জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত পিলার ১১৯২/৩-এস এর কাছ থেকে কচুয়াছড়া থেকে ১২ বোতল ভারতীয় অফিসার্স
চয়েস মদ জব্দ করে। যার মূল্য ১৮ হাজার  টাকা।

এদিকে উপজেলার আরেক সীমান্ত এলাকা চারাগাঁও সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর কাছ থেকে জংগলবাড়ী থেকে ১শ’ ঘনফুট ভারতীয় চুনাপাথর জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।

এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।