ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বগুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

বগুড়া: বগুড়ায় প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (২৩ ডিসেম্বর)। জেলার ১২টি উপজেলার ১১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২ হাজার ৯শ’ ৪০টি কেন্দ্রে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. শামসুল হক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দ্বিতীয় রাউন্ডে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৪শ’ ৯০ জন শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৮ হাজার ৮শ’ ৩৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


 
ক্যাম্পেইনে প্রতিটি ইউনিয়নে ২৪টি করে কেন্দ্র থাকবে। এছাড়াও থাকবে একটি করে বাড়তি কেন্দ্র। প্রতিটি উপজেলায় থাকবে বাড়তি আরও ৩টি করে কেন্দ্র। পাশাপাশি বগুড়া পৌরসভার ১শ’ ২৪টি এবং শেরপুর পৌরসভার ৩০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  

স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীসহ ৫ হাজার ৮শ’ ৮০ জন ব্যক্তি কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে সুপারভাইজার থাকবেন-যোগ করেন জেলার সিভিল সার্জন ডা. শামসুল হক।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এমবিএইচ/আরআর
 
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।