ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইনসহ বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ঈশ্বরদীতে হেরোইনসহ বিক্রেতা আটক আহম্মেদ

ঈশ্বরদী (পাবনা): চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন আহম্মেদকে (৩৮) হেরোইনের ২২টি পুরিয়াসহ আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সোয়া দশটায় পৌর এলাকার পূর্বটেংরী মাদরাসা মোড় থেকে তাকে আটক করা হয়।

শাহিন ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী মহল্লার আবু সাঈদের ছেলে।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, শাহীন দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের বিভিন্ন স্থানে হেরোইন ও ইয়াবা বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাসপাতাল রোডের মাদরাসার সামনে থেকে  হেরোইন বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তার বিরুদ্ধে পৌর এলাকায় হেরোইন ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। আজ হাতেনাতে পুলিশ আটক করেছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) ৯(খ) ধারায় মামলা নথিভুক্ত করে আগামীকাল (২৩ ডিসেম্বর)  তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।