ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে গাড়িচাপায় নিহত ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পার্বতীপুরে গাড়িচাপায় নিহত ২

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ঝ্যাললার মোড়ে দুধবাহী গাড়ির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের ঝ্যাললার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পার্বতীপুর উপজেলার পূর্ব হুগলিপাড়া গ্রামের মমতাজ আলীর (৫০)নাম জানা গেছে।

আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,  ইজিবাইকটি পার্বতীপুর উপজেলার জমিরহাট থেকে ৬/৭ জন যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে আসছিল। পথে রংপুরগামী দুধবাহী একটি গাড়ি ইজিবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।