ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা আবিরের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আবির দাস নামে এক স্কুলছাত্রকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আবির নগরের ফলপট্টি এলাকায় জয় দাসের ছেলে। স্থানীয় আছমত আলী খান ইনস্টিটিউট থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

 

শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরের ফলপট্টি এলাকায় সহপাঠি মিরাজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরে আবির। এক পর্যায়ে নগরের ফলপট্টি মন্দিরের সামনে পৌঁছালে আবিরের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে মিরাজ। এতে আবির গুরুতর আহত হয়।

নিহত আবিরের বাবা জয় জানান, গুরুতর আহতাবস্থায় আবিরকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, শনিবার সকালেই মরদেহ দিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেই। বেলা পৌনে ৩ টায় বরিশালে পৌঁছাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুনেছি সেখানে আবিরের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে পুলিশ আবিরের মৃতদেহ উদ্ধার করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া এ ঘটনায় জড়িত মিরাজের বাবা বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।