ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরপাড়ায় হামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ঠাকুরপাড়ায় হামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকা: রংপুরের ঠাকুরপাড়ায় বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ফজলার রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর শ্যামলীর একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌসের নেতৃত্বে অভিযান চালিয়ে ফজলার রহমানকে গ্রেফতার করা হয়।

বর্তমানে তাকে রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

গত ১০ নভেম্বর ফেসবুকে টিটু রায় নামে এক ব্যক্তির স্ট্যাটাসের জেরে ঠাকুরপাড়ার বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।