ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বকশীগঞ্জে মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীরা মেয়র প্রার্থীর ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মালিরচর মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মালিরচর গ্রামের সোরহাব আলী বাংলানিউজকে জানান, রাতে মালিরচর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম. নুরজ্জামানসহ তাদের সমর্থকরা মিটিং করছিলেন।

এ সময় প্রায় ১০/১২টি মোটরসাইকেলে করে আওয়ামী লীগের লোকজন এসে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে। পরে স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

এ ঘটনার আধা ঘণ্টা পরে আরও ৪০/৫০টি মোটরসাইকেলে করে আরো সমর্থকরা এসে মিটিং স্থলে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। এ সময় তারা প্রায় ৫০টিরও বেশি চেয়ার ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্ত হয় প্রার্থীর মোটরসাইকেল।

মেয়র প্রার্থী নুরজ্জামানের দাবি, আওয়ামী লীগ ও যুবলীগের অর্ধশতাধিক লোক এসে তার নির্বাচনী সভায় হামলা চালায়। এ সময় তারা চেয়ারসহ তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।

পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটানিং অফিসার মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রার্থীকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।