ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

যশোর: যশোরে সন্ত্রাসীদের গুলিতে টিপু সুলতান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

টিপু সুলতান বেজপাড়া-টিভি ক্লিনিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি টিভি ক্লিনিক মোড়ে একটি সিঙ্গাড়া-পুরির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের টিবি ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।  

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুস্তাফিজ বাংলানিউজকে বলেন, বেলা ১২টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে টিপু সুলতান গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনাস্থল টিভি ক্লিনিক এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সোহেল নামে একজনকে লক্ষ্য করে প্রতিপক্ষরা গুলি করলে তা ভ্রষ্ট হয়ে টিপুর গায়ে বিদ্ধ হয়। তবে এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগ করেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।