ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজারহাটে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
রাজারহাটে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ভিক্ষুকদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের দেড় শতাধিক ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ফরকেরহাট বাজার সংলগ্ন একটি স্কুল মাঠে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করে স্থানীয় জয়ের দিশারী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজেন্দ্র নাথ দাস, নিপেন্দ্র নাথ বর্মণ, নুরুন্নবী, আনোয়ারুল কবির ফুলবাবু, মো. খলিলুর রহমান বিএসসি ও পুলিন চন্দ্র বর্মণ প্রমুখ।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শাহিনুর রহমান সরদার।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।