ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে শেষ হলো মানবিক স্থাপত্য বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সুনামগঞ্জে শেষ হলো মানবিক স্থাপত্য বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জ: সুনামগঞ্জে শেষ হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশের মানবিক স্থাপত্য বিষয়ক কর্মশালা।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের একটি গেস্টহাউসে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উন্নয়ন সংস্থা ইরা, পদ্মা ও পপি’র উদ্যোগে এবং অক্সফাম-এর সহযোগিতায় কর্মশালাটি শুরু হয়।

ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সুপারভাইজার মো. ফারুক মিয়ার পরিচালনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের মো. সেরুজ্জামান, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সবুজ মিয়া, সুমিত্রা রানী দাস প্রমুখ।

বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অক্সফামের এইচসিডিসি শামনাজ আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পপি’র  ট্রেনিং কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক,  ইরা’র প্রজেক্ট কো-অর্ডিরেটর মো. কামরুজ্জামান, পদ্মা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. রুহুল আমিন প্রমুখ।

কর্মশালায় ১১টি স্থানীয় এনজিও সংস্থা ও ৩টি ইউনিয়ন পরিষদের সদস্য এবং সচিবসহ ৩০ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।