ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মোবাইল শো-রুমে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
না’গঞ্জে মোবাইল শো-রুমে চুরি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের উকিলপাড়ায় মোবাইল ব্র্যান্ড হুয়াওয়ের শো-রুমে চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৪৫টি মোবাইল ও পাঁচ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উকিলপাড়ার সুরেশ প্লাজার নিচতলায় শো-রুমটিতে এ চুরি হয়।  

শো-রুমের মালিক উচ্ছ্বাস বাংলানিউজকে জানান, দোকানের তালা কেটে চুরি করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তারা আশ্বস্ত করেছেন, খুব অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল ও টাকা উদ্ধার করা হবে।

তিনি দাবি করেন, ৪৫টি মোবাইল সেট নিয়ে গেছে চোরেরা। একইসঙ্গে ক্যাশ বক্সে থাকা ৫ লাখ টাকাও চুরি হয়ে গেছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সরফুদ্দিন বাংলানিউজকে জানান, চুরির ঘটনায় খুব দ্রুতই অভিযুক্তদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।   

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।