ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার কড়ইডাঙ্গা গ্রামের বাসিন্দা দেওয়ান নবির উদ্দিন (৭০) ও ধামইরহাট উপজেলার জগতসিংপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাব্বি (২৩)।

পুলিশ জানায়, বিকেলে ধামইরহাট-জয়পুরহাট প্রধান সড়কের পিরলডাঙ্গা মোড়ে ট্রাক্টরের ধাক্কায় দেওয়ান নবির উদ্দিন নিহত হন।

অপরদিকে, একই উপজেলার জগতসিংপুরে ট্রাক্টরের ধাক্কায় রাব্বি নিহত হন। তিনি শারিরীক প্রতিবন্ধি ছিলেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়গুলো বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসম্বের ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।