ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ইয়াবা ও মদসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
শ্রীমঙ্গলে ইয়াবা ও মদসহ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবা ও ৫ বোতল মদসহ মো. মনির হোসেন (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার সুনগইড় এলাকা থেকে তাকে আটক করা হয়। মনির ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরের বসত ঘর থেকে ৩০০ পিস ইয়াবা, নগদ ২৪ হাজার ৫৪০ টাকা ও ৫ বোতল মদসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।