ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে দু’জনকে পিটিয়ে ফেলা হলো নদীতে, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
মোরেলগঞ্জে দু’জনকে পিটিয়ে ফেলা হলো নদীতে, নিখোঁজ ১

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই জনকে মারপিট করে ট্রলার থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। 

এর মধ্যে সামসুল আরিফিন রনি (৩৪) নামে একজনকে উদ্ধার করা হয়েছে এবং যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ (৩২) নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার উপজেলার পানগুছি নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পার্শ্ববর্তী জেলা পিরোজপুর থেকে সাতজনকে আটক করেছে জিয়ানগর থানা পুলিশ।

আহত সামছুল আরেফিন রনি খুলনা কেডিএ’র সার্ভেয়র এবং খায়রুজ্জামান সবুজ খুলনা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাদের দুই জনের বাড়ি খুলনার শেখপাড়া এলাকায়।

আহত রনি বাংলানিউজকে জানান, একটি পাঁচতলা ভবনের ডিজাইন করার কথা বলে হাসান নামে এক যুবক দুপুরে খুলনা থেকে রনি ও সবুজকে মোরেলগঞ্জে নিয়ে আসেন। বেলা ১১টার দিকে তারা একটি ট্রলারে উঠে বলেশ্বর নদী দিয়ে শরণখোলার দিকে যাচ্ছিলেন। তারা গাবতলা এলাকায় পৌঁছালে ট্রলারে থাকা সাত যুবক রনি ও সবুজকে ছুরিকাঘাত ও মারপিট শুরু করেন। এ সময় জীবন বাঁচাতে তারা দুইজনেই নদীতে ঝাঁপ দেন। এরমধ্যে রনি পাড়ে উঠতে পারলেও সবুজ নিখোঁজ হন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে রনিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ যুবলীগ নেতা সবুজকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত সাত জনকে আটক করা হয়েছে। তাদের সাতজনের বাড়ি পিরোজপুর জেলা সদর ও পারেরহাট এলাকায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।