ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আলমগীর

বরিশাল: বরিশাল নগরের বগুড়া জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর তালুকদার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আটক আলমগীর বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডের বগুড়া জিয়া সড়ক এলাকার মৃত মোজাহার তালুকদারের ছেলে।

তিনি বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নগরীতে তা বিক্রি করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।  

পরে র‌্যাব-৮ এর বরিশালের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে আটক আলমগীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পিআর/এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।