ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় মনি বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমনসহ দুইজন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনি বাবু কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

এছাড়া আহত আরিফুল গণি বেলকুচি উপজেলার তামাই ফকিরপাড়া গ্রামের মৃত এবিএম ওসমান গণির ছেলে। অপর আহত আল আমিন মল্লিক একই এলাকার মৃত মহিউদ্দিন মল্লিকের ছেলে। তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আল আমিন মল্লিক বাংলানিউজকে জানান, রাতে পাইকোশা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন তারা। পথে কোনাবাড়ী এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনি বাবুর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।