ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে নারীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
শ্রীপুরে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা উত্তরপাড়া বৃন্দাবন এলাকায় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর)দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল হক বাংলানিউজকে জানান,  বৃন্দাবন এলাকার একটি গজারি বনের ভেতর ওই নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকাতে দেখে এলাকাবাসী।

পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, মরদেহটি গলিত থাকায় তার বয়স বোঝা যাচ্ছে না। তার পরনে গোলাপি রঙয়ের সেলোয়ার, লাল-সাদা-কালো রঙয়ের প্রিন্টের জামা ও কালো বোরকা রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।