ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘরে যুদ্ধশিশুর সঙ্গে আলাপচারিতা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
মুক্তিযুদ্ধ জাদুঘরে যুদ্ধশিশুর সঙ্গে আলাপচারিতা যুদ্ধশিশু শামা জামিলা মলি হার্ট/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধকালে পাকবাহিনী পরিচালিত নৃশংস অত্যাচারের প্রতীক হয়ে আছে যুদ্ধশিশু। তাদের অনেকেই বিদেশে বিভিন্ন পরিবারের সদস্য হয়ে নতুন জীবন গড়ে তুলেছেন। ১৯৭২ সালে কানাডায় যে কয়েকজন যুদ্ধশিশুকে দত্তক নেবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিলো, তার মধ্যে অন্যতম শামা জামিলা মলি হার্ট।

তাকে দত্তক নিয়েছিলেন মন্ট্রিয়ল শহরের জোয়েল ও ট্রুডি হার্ট। এ দম্পতি শামাকে নিজেদের একজন সন্তান হিসেবে মানুষ করে তোলেন।

বর্তমানে শামা হার্ট নিজেই একজন মা ও একটি স্কুলের শিক্ষয়িত্রী। সম্প্রতি তিনি কন্যা সাভানা বোনেলকে নিয়ে এসেছেন তার মাতৃভূমিতে। তাকে নিয়ে একাত্তরের যুদ্ধশিশুর সঙ্গে আলাপচারিতার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ আলাপচারিতায় শামা বলেন, কানাডাতে থাকলেও বাংলাদেশে ফেরা আমার জন্য একটা স্বপ্ন ছিলো। আমার মাতৃভূমিটা সত্যিই অনেক সুন্দর। আমি জানিনা আমার আসল মা’কে এখানে খুঁজে পাবো কিনা, তবে চেষ্টা করবো তার সন্ধান করতে।

এসময় আলোচনা করেন শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী শম্পা। তিনি বলেন, আমাদের দেশের বীরাঙ্গনারা অবহেলার পাত্র নয়। তারা আমাদের জন্য ত্যাগ করেছেন। এছাড়া অনেকেই আছেন যারা যুদ্ধশিশু। কিন্তু সামাজিক মর্যাদার কথা ভেবে সে পরিচয় দেওয়া থেকে তারা বিরত থাকে। আমাদের তাদের খুঁজে বের করতে হবে। কেননা তারাও সমাজের সাধারণ মানুষের মতো। বরং তাদের মর্যাদাটা আমাদের থেকে একটু বেশি।

কানাডা প্রবাসী যুদ্ধশিশু বিষয়ক গবেষক মোস্তফা চৌধুরী বলেন, দেশে নির্ধারিত যুদ্ধশিশুর সংখ্যা হাতেগোনা কয়েকজন। বেশ কয়েকজন আছেন দেশের বাইরে। তবে বিভিন্ন কারণে যুদ্ধশিশুদের শনাক্ত করা সম্ভব হয় না। তবে খুঁজে বের করার কাজ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী। এসময় সূচনা সঙ্গীত পরিবেশন করেন বহ্নিশিখা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।