ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মিনি হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
নওগাঁয় মিনি হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মিনি চৌধুরী হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- বগুড়ার আদমদীঘি থানার অন্তাহার গ্রামের মৃত সালামের ছেলে সোহাগ (২০) ও একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে চঞ্চল (২২)।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিনি চৌধুরীর বাসায় রঙ এর কাজ করতেন সোহাগ, চঞ্চলসহ কয়েকজন মিস্ত্রি। এ সময় মিনির কাছে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা আছে তারা জানতে পারেন। পরে ৬ ডিসেম্বর এ টাকার জন্য তারা মিনির বাসায় ঢুকে মুখ চেপে ধরে টাকাগুলো বের করে দিতে বলেন। কিন্তু মিনি টাকা না দিয়ে চিৎকার শুরু করলে তাকে গলাকেটে হত্যা করেন সোহাগ ও চঞ্চল। এরপর টাকা না নিয়েই পালিয়ে যান তারা।

তিনি আরও জানান, এ ঘটনা বাড়ির নিচে থাকা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। যার সূত্র ধরে পুলিশ তাদের গ্রেফতার করেছে।


নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ার নিজ বাসায় একা থাকতেন জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মৃত. মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী মিনি চৌধুরী। ৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে নিজ বাসায় তাকে গলাকেটে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।