ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
সোনাগাজীতে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজীতে একটি স্কুল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রি-ক্যাডেট স্কুল ও স্কুলের সামনের টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মার্কেটের হারিস মিয়ার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় রুস্তম আলীর চালের আড়ৎ, নূরুল হুদা প্রকাশ হুদনের কুলিং কর্নার ও সোনাগাজী প্রি-ক্যাডেট স্কুলের তিনটি ঘরের ৮টি কক্ষের আসবাবপত্র ও ২০১৮ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইসহ স্কুলটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

সোনাগাজীর পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসএইচডি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।