ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: ঢাকার অদূরে কেরানীগঞ্জ জিনজিরার বন্দকপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে ঘটনাটি ঘটে। তার নাম সুভেল হাওলাদার (২৫)।

পেশায় রিকশাচালক।

আহত অবস্থায় সুভেলের স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির ভাই রুবেল জানান, তারা জিনজিরা এলাকায় থাকেন। ভোরে সুভেল রিকশা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাসার সামনে ছুরিকাঘাতে আহত হন। তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরির আঘাতেই এমনটি ঘটেছে।  

ঘটনার পর রিকশাটিও পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।