ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৬ বছরের শিশুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৬ বছরের শিশুর

পাবনা: পাবনার চাটমোহরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ছয় বছরের শিশু জান্নাতুল ফেরদোসের।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ের মুস্তালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের মস্তালীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু জান্নাতুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোমবার দিবাগত রাতেই তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, মৃত্যুটি মর্মান্তিক! এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না দেওয়ায় ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।