ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন, ৪০ জনকে উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন, ৪০ জনকে উদ্ধার টেক্সটাইল মিলে লাগা আগুনে মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলের তিনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আটকা পড়া ৪০ থেকে ৫০ জনকে নিরাপদে উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়।

ভোর থেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করে। তাদের উদ্ধার করার পর আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়। টেক্সটাইল মিলে লাগা আগুনে মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।  ছবি: সুমন শেখউদ্ধার হওয়া ৪০/৫০ জন ওই মিলের কর্মচারী। তারা ভোরে কাজ করতে আসেন। আগুন লাগায় তারা সবাই ছয়তলার ছাদে উঠে যান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, আতঙ্কে অন্তত ৫০ জন ওই টেক্সটাইল মিলের ছাদে আটকা পড়ে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করেছে।

শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।