ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুরে ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যুবকের পড়নে খয়েরি রঙয়ের জ্যাকেট ও নীল রঙয়ের জিন্স প্যান্ট রয়েছে।  

ধারণা করা হচ্ছে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭     
আরএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।