ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
কালিয়াকৈরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাসের ধাক্কায় জমিলা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জমিলা টাঙ্গাইলের মধুপুর থানার তুনিয়ামৌজা এলাকার মৃত জলিল মিয়ার স্ত্রী।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজকে জানান, জমিলা মৌচাক এলাকায় তার ছেলের সঙ্গে দেখা করতে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় চন্দ্রাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাস ও চালকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।