ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
লালমনিরহাটে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় আব্দুল মান্নান (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের  হরিনচওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ২০০২ সালে আব্দুল মান্নানের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আদালত মান্নানকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে চলতি বছর সদর থানায় পলাতক হিসেবে আরো একটি মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে হরিনচওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।