ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৪ ইটভাটাকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ধামরাইয়ে ৪ ইটভাটাকে জরিমানা

ঢাকা: ধামরাই উপজেলায় কাগজপত্র ঠিক না থাকায় চার ইটভাটাকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) মিহির লাল সরকারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।

এসময় উপজেলার কালামপুর, ডাউটিয়া ও গোয়ালদী এলাকায় অভিযান চালানো হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান বাংলানিউজকে জানান, পরিবেশ অধিদফতরের কাগজপত্র ঠিক না থাকায় সোহাগ ব্রিকস-এর মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার, লাকী ব্রিকস-এর মালিক আলতাফ হোসেনকে ৩০ হাজার, বিল্ড ফায়ার-এর মালিককে ৩০ হাজার এবং আরএসএ-এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।